একুশের ফাগুন
ছন্দা দাশ
একুশ সেদিন এসেছিল বাংলায়
ভাষার দাবিতে হাজার প্রাণের
রক্তের বন্যায়।
একুশ সেদিন ফাগুনে আগুন নয়
ভাষার দাবিতে সোচ্চার ছিল
স্লোগানে মুখরময়।
একুশ সেদিন ছিল যেন বরাভয়
মায়ের ভাষাকে কারা কেড়ে নেবে
তাই কি কখনও হয়?
এলো রাজপথে নবীন কিশোর
তরুণ ছাত্রদল, বুক পেতে দিল নির্ভয়ে ওরা
ভাষাকে তবুও নয়।
ওরা তো এদেশী নয়,
ধর্ম ওদের ভেখ ছিল শুধু
জালিম সুনিশ্চয়।
কেঁপে যায় ভীত শোষকের
বুঝেছে বাঙালি খোলা তলোয়ার
হুঁশিয়ার করে ঘোষকের।
অবাক পৃথিবী অবাক
রক্ত আখরে লিখেছে ভাষাকে
বিস্ময়ে হতবাক।