শব্দ সংকট
মন্দিরা লস্কর
দূর্বোধ্য কোন শব্দ, তুমি মনে হয়
যার অর্থ, উপমা, সমার্থক কিচ্ছু নেই,
একা স্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকো অভিধানের বাইরে।
নির্বুদ্ধিতায় তোমাকে ভাঙতে চাই
ভরতে চাই আমার মুছে যাওয়া শূন্যস্থানে।
অবুঝ বর্ণমালা,
উপসর্গের মত তুমি জুড়ে থাকো অসম্পূর্ণতায়।
অনুশীলন করি,চর্চা করি,
অর্থহীন তুমি,
ব্যর্থ উচ্চারণে কেবল ব্যাথার মত বাজো।