স্বাধিকারের পাখি
রেবেকা রহমান
নারীবোধ থেকে নেমে আসে আচানক!
স্বাধিকারের পাখি
আত্মমর্যাদার বাতাসে দুলে ওঠে আহবান —
চন্দ্রমল্লিকার বনে কে ছড়ায় বিষ?
তাকে বেয়োনেটের ঘায়ে ক্ষত বিক্ষত করো
রোজ রোজ বিশ্বাসের পায়ে যে পরায় শেকল
তাকে নির্ণয় করো —–
তারপর শূলে দাও
অতপর শিস দিয়ে যাও বাতাসে
পাখির সাথে সহবাসে
তাদের ভাষা ঠিক শিখে যাবে একদিন…