অসুখী একজন
পূজা চক্রবর্তী
সুখী মানুষের ভিড়ে,
আমি অসুখী একজন।
বিদায় দিয়েছে মোরে,
সকল আপন জন।
অদ্ভুত ভাগ্য চক্রে,
আমার নেই কোনো প্রতিদ্বন্দ্বী।
কলি যুগের অগ্নিগর্ভে,
আমি এক শ্রবণ প্রতিবন্ধী!
বিধাতার নিষ্ঠুর পরিহাসে,
আজ আমার রিক্ত হস্ত।
দৈবের করাল গ্রাসে,
নয়ন আমার অশ্রু সিক্ত!
বাধ্য মেয়ে ,কিন্তু অবাধ্য আমার মন,
পারিনি হতে কখনো কারোর আপন জন!