ছড়ায় ছন্দে স্বরবর্ণ শিখি
-শরীফুল ইসলাম
অ-তে অযু-
অযু করে চলো সবাই
মসজিদেতে যাই,
আ-তে আজান-
আজান হলে পরে চলো
নামাজে দাঁড়াই।
ই-তে ইবাদত-
ইবাদতে আল্লাহর সাথে
শরীক না করি,
ঈ-তে ঈমান-
ঈমান মজবুত করি যেন
কুরআন বুকে ধরি।
উ-তে উট-
উটে চড়ে হিজরত করেন
আমাদের রাসূল (সঃ)
ঊ-তে ঊষা-
ঊষাকালে পাখীরা সব
জিকিরে মশগুল।
এ-তে একক-
একক স্বত্বার ঘোষণাতেই
আমরা মুসলমান,
ঐ-তে ঐক্য-
ঐক্য নিয়েই করব মোরা
সত্যের আহ্বান।
ঋ-তে ঋণ-
ঋণ থেকে আমরা যেন
সদায় বিরত থাকি!
ও-তে ওয়াদা-
ওয়াদা করে আমরা যেন
কভু না ভুলি,
ঔ-তে ঔদ্ধত্য-
ঔদ্ধত্য করে যেন কভু
পথ নাহি চলি।