“এসেছে হেমন্ত ”কবিতাটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক শিরিন আফরোজ

359
“এসেছে হেমন্ত ”কবিতাটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক শিরিন আফরোজ

এসেছে হেমন্ত

     শিরিন আফরোজ

কিচিরমিচির পাখি ডাকে
গাছের ডালে বসে
ভোরের সুবাস মিষ্টি বাতাস
মন ছুঁয়ে যায় এসে।

গাছের পাতায় শিশির কণা
আলতো আবরণ
হেমন্তের হাওয়ায় দোলছে বাংলা
স্নিগ্ধ শিহরণ।

হেমন্তের ফুল ও ফল দুলছে গাছেগাছে
রূপময় চারিদিক
ছাতিম ফুলের মোহনীয় সুবাস ও সৌন্দর্য
হেমন্তেই অধিক।

বিলেঝিলে দেখা যায় পদ্ম ও শালুক
লোভনীয় বাংলার রূপ
চালতা,তেতুল নারিকেল ও নানান ফলে
হেমন্ত অপরূপ।

রাতের আকাশ অসংখ্য তারায় তারায়
থাকে ভরপুর
আলো আঁধার আর মিষ্টি বাতাস খেলে
হেমন্তের সকাল,বিকেল ও দুপুর।

ধানের ক্ষেত সাজছে সোনালু সাজে
এসেছে বলে নবান্ন!
কৃষকের ঘরে নতুন ফসলের আনন্দ
বুকভরা তাদের স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here