গোধূলিসন্ধ্যা
জেসমিন জাহান
গোধূলির শেষ আলোয় সন্ধ্যা নামে
সোনালী সূর্যের আভায় রাঙে মেঘ
শুকনো পাতায় শয্যা পাতে পৃথিবী
বাতাস ছুঁয়ে দূরে মিলায় মর্মরধ্বনি
ফিসফিস শব্দে প্রাণে জাগে শিহরণ
সময় থমকে যায় নির্জনতার দ্বারে।
বড্ড বেশী চঞ্চললতা হেমন্ত বাতাসে
ঠান্ডা-কোমল স্পর্শ শিহরণ জাগায়।
চকিতে নেমে আসে আঁধারের পর্দাটা
দূরের শালবনে ডেকে ওঠে তক্ষক
চমকে কোটর খোঁজে কাঠবিড়ালী
শুকনো পাতায় লাগে হিমেল ছোঁয়া।
ঝিঁঝিঁর শব্দে জেগে ওঠে স্তব্দ সময়
ডেকে যায় একটানা যেন এক উৎসব
প্রহরী গাছগুলোও মাথা তুলে দাঁড়ায়
গহীনের পথে হাঁটে গোধূলি-আকাশ
একে একে খুলে যায় তারাদের চোখ
আঁধারের ছায়া ঢাকে পৃথিবীর বুক।
আবারও সকাল হয় ঝলমলে রোদে
মুক্তো-শিশির যেন ঢলে পড়ে ঘুমে
কুয়াশা কাঁপন লাগা সবুজের ডালে
কাকলি- মুখর হয় পাখিদের গানে
ঝিরিঝিরি বাতাসের সুর শোনা যায়
গোধূলি-সন্ধ্যা-রাত স্মৃতিতে হারায়।