”জ্যোস্না স্নাত”
রীতা ধর
কপালের কালো টিপে প্রথম
প্রেমে পরেছিলে
রেশমী চুলে গুঁজে দিলে ভালোবাসার
লাল গোলাপ।
ঋদ্ধ মমতায় আজ আবার পরালে
জ্যোৎস্নার টিপ
চাঁদের অবয়বে দেখে নিলে
নিপুণ মুখশ্রী।
সাক্ষী রাতের আকাশ,
এই নিস্পন্দ বাতাস!
নীরব নিস্তব্ধতায় আমার
নৈঃশব্দের পরতে পরতে ছুঁয়ে
গেলে হৃদয় আসন।
পূর্ণ শশীর গায়ে কবিতার
শ্বাশত রূপ আমিও লিখে দিলাম,
আমি তো মানুষ, তোমার হাত ধরলাম।
আজ না হয় ডুবে থাকি সীমাহীন ভালোবাসায়।
পৃথিবীর সমস্ত কবিতা শুদ্ধতার জন্য
আজ না হয় জ্যোস্নায় স্নাত হলাম।