ভারত থেকে সাম্য দর্শনের কবি- সোনালি মণ্ডল আইচ এর অনন্য সৃষ্টি কবিতা“ছায়া”

342
ভারত থেকে সাম্য দর্শনের কবি- সোনালি মণ্ডল আইচ এর অনন্য সৃষ্টি কবিতা“ছায়া”

ছায়া

সোনালি মণ্ডল আইচ

রাত ছাড়াও কিছু অন্ধকার জমছে
সেই সাথেই খানিক জোছনাও থাকে
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের ভূমিকা ছাড়া
জীবনে কিছু মুহূর্ত তো নাছোড়বান্দা

যত্ন অযত্নের তোয়াক্কা করে কী লাভ
দেয়াল ঘড়ির কোকিলটার মতোই
বারোমাস ডাকে, ঋতু মানেনা সে মোটেও
যখন ক্লান্ত লাগে নিরালা খুঁজে নিই

দেখি অনুগত পোষ্য পাঁজর আঁকড়ে
রোজ ব্যথা মাপার খেলায় মেতে ওঠে
আবার সুখে এমন হেসে আটখানা
খুব সাবধানে এক শান্ত দীঘি আঁকি

যতক্ষণ দম পাই সাঁতরে বেড়াই
তখন পর্দার ফুলেরা লম্বা ডাটিতে
আধো অবনত নিস্তেজ চেয়ে থাকে
স্নায়ু বলতে থাকে কাল ঠিক ফুটবে…

(কলকাতা)

© Sonali Mandal Aich

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here