বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্রের নাম
মিনহাজ সাদ্দাম।
অত্যাচার নিপীড়িত দেশের জন্য
ছিল একটাই আহ্বান
ভাঙ্গ ভেঙ্গে-দে বন্দীশালা
গেয়ে মুক্তির জয়গান।
খুঁজে নে তোরা মুক্তির সনদ
রণাঙ্গনের মাঠে
পরাধীনতা আর কতো আর
ভিনদেশি-দের হাতে।
অনেক তো খেল মা-মাটি আমার
নিঃসংশয়তার থাবায়
কতো আর দেব সুযোগ ওদের
মেনে নিয়ে পরাজয়।
জেগেছিলো বাঙালী একাত্মবোধে
অস্ত্র নিয়েছিল হাতে
শত অত্যাচারেও হটেনি পিছু
কাঁধ রেখেছিল কাঁধে।
দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে
ঘুচিয়েছি পরাজয়
আত্মত্যাগে বলিয়ান হয়ে
ছিনিয়ে এনেছি বিজয়।
কতো অপেক্ষার পর আমরা
আজ পেলাম স্বাধীনতা
বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্রের নাম
এটাই তো সবার প্রাপ্যতা।
বিঃদ্রঃ – পান্ডুলিপি সংরক্ষিত
ঝালকাঠি সদর, ঝালকাঠি।