বইমেলা ২০২১ । তারুণ্যের কবি ও লেখক আয়েশা মুন্নি’র নতুন তিনটি বই এসেছে এবারের অমর একুশের বইমেলায়।

527
আয়েশা মুন্নি'র নতুন তিনটি বই এসেছে এবারের অমর একুশের বইমেলায়।

দৈনিক আলাপ সাহিত্য ডেস্ক : এবারের বইমেলায় ২০২১ এসেছে তারুণ্যের কবি ও লেখক আয়েশা মুন্নি এর নতুন তিনটি বই। বইগুলো পাওয়া যাবে …

কবিতার বই শিল্পস্নান ,প্রকাশনী- নাগরী প্রকাশ । বইটি পাওয়া যাবে স্টল নং — ৫১০, ৫১১

গল্পের বই ভালোবাসার চারণভূমি । প্রকাশনী- চৈতন্য প্রকাশনী । বইটি পাওয়া যাবে স্টল নং — ৩৩২, ৩৩৩

কবিতার বই আবছায়ার অন্তরালে, প্রকাশনী – গ্রন্থকুটির। বইটি পাওয়া যাবে স্টশ নং — ৩৪২, ৩৪৩, ৩৪৪ ।

অনুভূতি থেকে দেশ,সমাজ,আর্দশ, মানবিক মূল্যবোধ প্রেম,দ্রোহ,সুখ, দুঃখ ও নিজস্ব তাগিদ থেকেই কবি ও লেখক আয়েশা মুন্নি লেখালিখি করেন ।
আয়েশা করিম মুন্নির জন্ম ৩০ জানুয়ারি ১৯৭৯ ইং।জন্মস্থান: আগ্রাবাদ, চট্টগ্রাম। বাবা: ফজলুল করিম।মা: চশমে জাহান।স্বামী: মোঃজামশেদ আলম। কন্যা: ফাইরুজ আলম প্রাপ্তি এবং পুত্র: ফাইয়াজ আলম প্রাচুর্য কে নিয়ে তাঁর সংসার। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির করেন। পরিবার ও লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত।
প্রকাশিত বই:
নীলাভ দূরত্ব (কবিতা)
স্বপ্নশব (কবিতা)
অমরাবতীর কথা (গল্প)
ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া)
গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প)
রঙিন রোদচশমা (কবিতা)
কয়েন ( কিশোর গল্প)
শিল্পস্নান (কবিতা)
ভালোবাসার চারণভূমি (গল্প)
আবছায়ার অন্তরালে (কবিতা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here