সমকালীন সৃজনশীল লেখক-আনজানা ডালিয়া এর লিখা অণুকথা “সত্যের পৃথিবী”

397
“সত্যের পৃথিবী”
আনজানা ডালিয়া এর লিখা অণুকথা “সত্যের পৃথিবী”

সত্যের পৃথিবী

আনজানা ডালিয়া

নয়নতাঁরার একাকীত্বে হঠাৎ সুহাস এসে হাজির। নয়নতাঁরা অবাক চোখে তাকিয়ে থাকে, কিছুকাল কেটে যায় ঘোরের মধ্যে। নয়নতাঁরা বলে ওঠে তুমি ? কোথায় ছিলে এতোদিন? আমি কত কেঁদেছি, ডেকেছি আসোনি, কেন? জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরে নয়নতাঁরা আর বলতে থাকে আমাকে এমন একা করে আর যাবেনা তো? আর যেতে দিবো না তোমায় । আমার অনেক কষ্ট হয়েছে, সবাই যেন কেমন হয়ে গেছে, কারো প্রতি কারো ভালোবাসা নেই, মায়া নেই। তুমি আর আমাকে ছেড়ে যাবেনা। সুহাসও জড়িয়ে ধরে রেখেছে বুকে। পৃথিবী থেকে আগলে রাখা নামক মানবতাটা স্বার্থের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নয়নতাঁরা কতদিন এই পরম শান্তিটুকু পায়নি। সুহাস কতদিন পর এমন মমতায় বুকে আগলে নিয়েছে। কেউ আর নয়নতাঁরাকে অসম্মান করবেনা। ভালো থাকবে নয়নতাঁরা। চোখের জল মুছিয়ে দিয়ে সুহাস বলে ওঠে পাগলী কাঁদছো কেন? আমি তো বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম। তোমাকে খুব দেখতে মন চাইলো আর তুমি ছাড়া আমাদের আড্ডাও জমছেনা। আমি তোমাকে নিতে এলাম। প্রস্তুত হও, চলো, দেরী কোরোনা।আমরা এখন থেকে একসাথে থাকবো। এ পৃথিবীতে তুমি আর নিরাপদ নও। এখানে সব মিথ্যা আর রঙ মাখানো। চলো আমরা সত্যের পৃথিবীতে বাস করবো এখন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here