“বোধের জমিনে বাঘের থাবা” কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা যেন বর্তমান সমাজের নানা অসংগতির সচিত্র বর্ননা।

1006

দৈনিক আলাপ সাহিত্য ডেস্ক: বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে ফেনী জেলার ফুলগাজী থানার বিখ্যাত কহুয়া মজুমদার বাড়ির সন্তান তৌহিদ হোসেন মজুমদার তার ছাত্র নাঈম মাহমুদ মিথেলকে সাথে নিয়ে প্রকাশ করলেন কাব্যগ্রন্থ “বোধের জমিনে বাঘের থাবা”।
বইটি প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তা, ক্যারিয়ার কোচ ও মানবাধিকার কর্মী কবি তৌহিদ হোসেন মজুমদার বলেন,আমাদের কবিতায় পূর্ণাঙ্গ বাংলাদেশ।আমরা কবিতায় সমাজের নানা অসংগতি তুলে ধরে মানুষের বিবেক বোধকে জাগ্রত করার চেষ্টা করেছি।

কাব্যগ্রন্থটিতে আমি লিখেছি,
“প্রতিবাদ করবো বলে
যখনি খুলেছি মুখ,
রক্ত চক্ষু আর বুলেটে
করিয়ে দিয়েছ চুপ।
অব্যক্ত সেই প্রতিবাদ গুলো
জমিয়েছি এক এক করে,
মুক্ত কোন এক দিনে
বলবো উচ্চ স্বরে।”

এই কাব্য গ্রন্থটির কোন কোন কবিতায় প্রেম খেলা করেছে যেমন,
“সেই কবে প্রিয়তমা হেসে লিখেছিল চিঠি,
বেশতো দেখা হবে
জাহান্নামের যন্ত্রণায় পুড়ে পুড়ে আগুন পাখি হয়ে হাজার বছরের পথ পাড়ি দিলাম,
একবার তোমায় দেখবো বলে।”

শুধু প্রেম বা প্রতিবাদ নয় কবিতায় আছে বিজ্ঞান ও মহাবিশ্বের কথাও যেমন,

“আমার বিলিয়ন বিলিয়ন নিউরনে প্রেমের বিদ্যুৎ প্রবাহিত হয় হাজারকোটি গ্যালাক্সির ওপার হতে বার্তা আসে হেরা গুহায় কি গভীর ধ্যানে আরশ নেমে আসে সেখানে।
আমার ডেন্ড্রাইট জাগ্রত হয় যখন অ্যাক্সন ভেদ করে যায় সূর্যের হাইড্রোজেন, হিলিয়াম তার চুম্বক ধরে রাখতে পারেনা আমাকে।”

একথায় প্রেম,বোধ ও জ্ঞানের সংমিশ্রণের ইন্দ্রজাল সুপ্ত রয়েছে প্রতিটি কবিতায় যা আপনাদের মুগ্ধ করবে।

এই বইটি পাবেন বই মেলায় পাতা প্রকাশনীর ৫৬২ নং স্টলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here