দৈনিক আলাপ সাহিত্য ডেস্ক: এইবার বই মেলায় এসেছে খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক হাসিনা ইসলাম সীমার শিশুতোষ অনুবাদ গল্পগ্রন্থ “অঙ্কুর” ও গল্পগ্রন্থ “কৃষ্ণের দ্বৈরথ” পাওয়া যায় শুধুমাত্র ” ভিন্নমাত্রা প্রকাশনী”র ৪৮০ নম্বর স্টলে।
শিশুতোষ গল্পগ্রন্থ “অঙ্কুর”লেখকের প্রতিটি লেখায় সংস্কৃতির শিকড় সন্ধানে অনুসন্ধিৎসু করতে, মানবিক হতে দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন।
“কৃষ্ণের দ্বৈরথ”পাঠকের কথা : নতুন বার্তা নতুন প্রকাশনার মাধ্যমে আপনি নতুন আঙ্গিকে সকল হৃদয়ের বার্তা হয়ে উঠুন । শুভকামনা “কৃষ্ণের দ্বৈরথ” এবং ” অঙ্কুর” এর জন্য।
কবির কথা:“ স্বল্পমূল্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে বই”
সৌজন্য কপি প্রত্যাশীরা কখনোই উন্নত চিত্তের পাঠক নয়।
চলুন বই পড়ার এবং কেনার মানসিকতা গড়ে তুলি।
লেখার মাধ্যমে হাজার বছর বেঁচে থাকুক সৃজন মানুষ এবং তাঁদের ভালোবাসা গুলো।