এবারের বইমেলায় ২০২০ এসেছে তারুণ্যের লেখক কবি আয়েশা মুন্নি এর নতুন চারটি বই।

594

বিশেষ প্রতিনিধি: এবারের বইমেলায় ২০২০ এসেছে তারুণ্যের লেখক কবি আয়েশা মুন্নি এর নতুন চারটি বই। বইগুলো পাওয়া যাবে …
💞 * রঙিন রোদচশমা (কবিতা) – রিদম প্রকাশনা সংস্থা, স্টল নম্বর – ৩৩৯-৩৪০।
💞 * কয়েন (শিশু কিশোর গল্প) – প্রকাশনী শব্দশিল্প, স্টল নম্বর – 240 – 241।
💞 *গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প) – চৈতন্য প্রকাশনী, স্টল নম্বর – ২৫০-২৫১।
💞 *ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া) – প্রকাশনা সাহিত্য রস – স্টল নম্বর – ৬৬৭।

তারুণ্যের কবি- আয়েশা মুন্নি এর অনুভুতি নিয়ে এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “* রঙিন রোদচশমা ”

ছোট সোনা মনিরের জন্য “ইচ্ছে করে আকাশ ছুঁতে” শিশুতোষ ছড়া .

লেখকের প্রতিটি লেখায় সংস্কৃতির শিকড় সন্ধানে অনুসন্ধিৎসু করতে, মানবিক হতে দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন।

 লেখক আরও লিখেছেন কয়েন (শিশু কিশোর গল্প)

কবি লেখক আয়েশা মুন্নি এর বিগত দিনে আরও ৩ টি বই বের হয়েছে ১।নীলাভ দূরত্ব ২।অমরাবতীর কথা ৩। স্বপ্ন শব

অনুভূতি থেকে দেশ,সমাজ,আর্দশ, মানবিক মূল্যবোধ প্রেম,দ্রোহ,সুখ, দুঃখ ও নিজস্ব তাগিদ থেকেই কবি লেখক আয়েশা মুন্নি লেখালিখি করেন ।

তারুণ্যের কবি-লেখক  আয়েশা মুন্নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here