স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে -আয়েশা মুন্নি এর কবিতা“যুদ্ধ শেষ নয়,চলমান..”

589
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে - আয়েশা মুন্নি এর কবিতা“যুদ্ধ শেষ নয়,চলমান...”

যুদ্ধ শেষ নয়,চলমান…

                         আয়েশা মুন্নি

ইতিহাসের বুকপকেটে লাখো শহীদের
দগদগে রক্তে মোড়ানো আমার স্বাধীনতা,
৩০ লাখ প্রাণ ২ লাখ সম্ভ্রম বিনিময়ে
আমার সার্বভৌমত্ব — আমার বিলাপ।

৫৭ সালে প্রথম কেঁদেছি, প্রথম পরাজয়ে
প্রথম দেখেছি-রায় দুর্লভ ইয়ার লতিফ উমিচাঁদ জগৎশেঠ ঘসেটি বেগম ও মীরজাফরের ঘৃণ্য নাফরমানি, ঘৃণ্য ষড়যন্ত্রে।
৪৭,৪৮ এর ইতিহাসে দ্বিতীয়বার কেঁদেছি করুণ কান্না।
শেষবার কেঁদেছি ৫২’র ভাষা আন্দোনে-
ভাষা সৈনিকদের মহান আত্মত্যাগে —
তারপর –তারপর আর কাঁদিনি —
সালাম বরকত রফিক শফিক জব্বার ও শফিউলের রক্ত গায়ে মেখে
শক্তি যুগিয়েছি স্বাধীনতার —
তারপর — চোখের জল মুছে
গুটিগুটি পায়ে হেঁটেছি ৬৬ থেকে ৭০ এ….

৭১ এর ২৫ শে মার্চের ভয়াল কালরাতে
আবাল বৃদ্ধ যুবক বনিতার
লাশের স্তুপে হেঁটে হেঁটে
মেরুদণ্ড শক্ত করে যুগিয়েছি শক্তি,
সেই থেকে আমি যোদ্ধা, মুক্তিযোদ্ধা।
অতঃপর, দেশ স্বাধীন হলো
কিন্তু যুদ্ধ– শেষ হলো না!
দেশীয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here