চেতনার লেখক -শেখ পাভেল আকবর এর ঈদ উৎসবে নিজ জীবনের হিসাব নিয়ে লিখা “তোমাদের পাভেল”

387
শেখ পাভেল আকবর এর ঈদ উৎসবে নিজ জীবনের হিসাব নিয়ে লিখা “তোমাদের পাভেল”

তোমাদের পাভেল

            শেখ পাভেল আকবর

পাভেল জিরো থেকে হিরো হওয়ার জন্যই জন্মেছি,
পাভেলের মা সে তো গ্রামের মা ,
আজ থেকে ৫৫ বছর আগে পাভেলের মা পাভেলের নাম রেখেছিলেন,
রাশিয়ার বিখ্যাত রাইটার মাক্সিম গোর্কীর ” মা ” উপন্যাসের নায়ক পাভেল থেকে নিয়ে ,
পাভেল পরাজয়ের সাথে লড়াই করে জয় লাভ করার নামই হচ্ছে পাভেল “

পাভেল হারতে হারতে জিততে শিখেছে ,
পাভেল বিজয়ের বীর হতে এসেছে ,
পাভেল জিততে এসেছে ……
পাভেল ইতিহাসের ছেঁড়া পাতায় তার নাম লিখানোর জন্যই জন্মেছে

পাভেল মিথ্যা আর অহংকারকে ধ্বংস করে সততার প্লাটফর্মে দাঁড়িয়ে বিজয়ের মেডেল তোমাদের হাতে দিতে এসেছে ….

পাভেল.…..
মৃত্যুর সু-ঘ্রাণ নিয়ে পরপারে চলে যাবে বলেই এসেছে ….
পাভেল তোমাদেরই ছিলো ★
এবং তোমাদের মাঝে বেঁচে থাকবে বলেই …..
পাভেলের জন্ম হয়েছে ?????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here