দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ সাহিত্যের অন্যতম সারথি কবি ও লেখক রেবা হাবিব এর আজ শুভ জন্মদিন । দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কবি ও লেখক কে । ঈদ মুবারক ।
কবি রেবা হাবিব এর জন্ম তিনি ১৪ই মে, সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। গল্পকার, কথা সাহিত্যিক এবং একজন কবি।
হোম ইকোনমিক্স কলেজ থেকে চাইল্ড সাইকোলজিতে মাষ্টার্স। এরপর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।
কর্মজীবন : বেশ কিছুদিন স্কুলে শিক্ষকতা । আপাতত বিরতি ।কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু ম্যাগাজিনের মাধ্যমে।
২০১২ থেকে বিভিন্ন দৈনিক পত্রিকা, ম্যাগাজিনে কবিতা আর ছোট গল্প প্রকাশিত হয়েছে। এর মধ্যে অন্যতম ”দ্বিপ্রহর” “” সৃষ্টিসুখের উল্লাসে””
এর যৌথ কাব্যগ্রন্থ, বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ।
ভোরের কাগজ, সমধারার নিয়মিত লেখা প্রকাশ , চলমান বিভিন্ন অনলাইন পত্রিকায় লেখালেখি
তারমধ্যে অন্যতম “” দৈনিক আলাপ”” ভিন্নমাত্রা আওয়ার্ড ১৯ সেরা কবি নির্বাচন
এ ছাড়া এপার-ওপার বাংলার বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।
প্রথম কাব্যগ্রন্থ : দহনে পোড়ে যত অদৃশ্য চালচিত্র, ২য়ঃ অগ্নি ঝরে শূন্যতায়
সাহিত্যপ্রেমী এই মানুষটি স্বপ্ন দেখেন কলুষমুক্ত ও বিভেদহীন মানবিক আলোয় আলোকিত শুদ্ধ এক পৃথিবীর।
কবির নিজের কথা : বাবা-মা ছাড়া জীবন অচল। তাদের মত ভালো বন্ধু আর কেউনা। তবুও আমার আমিত্বে বসবাস করে একজন বিশ্বস্ত বন্ধু।
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে আবারও পবিত্র ঈদুল ফিতরের ও জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন কলমযোদ্ধা – রেবা হাবিব কে ।
মোঃ আশিকুর রহমান
সম্পাদক দৈনিক আলাপ