এক জীবনে এরচেয়ে আর বেশি কী চাওয়ায় থাকতে পারে! সাহিত্যের অন্যতম সারথি কবি ও লেখক আয়েশা মুন্নি এর আজ শুভ জন্মদিন।

392
doinik alap
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা লেখনির আলোয় আলোকিত কবি , লেখক আয়েশা মুন্নি কে ।

দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ সাহিত্যের অন্যতম সারথি কবি ও লেখক আয়েশা মুন্নি এর আজ শুভ জন্মদিন । দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কবি ও লেখক কে ।
আজকের এই লেখা আমাদের অভিভূত করেছে যে মায়ের প্রতি সন্তানদের যে শ্রদ্ধা, ভালবাসার এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া উদাহরণ । বিষয়টি অনুভূতি থেকে কবি ও লেখক আয়েশা মুন্নি বলেন –
মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এর হিসেব এই অমূল্য গিফটের কাছে কিছু নয়, পৃথিবীর সমান মূল্যেও এই নেকলেসের মূল্য নির্ধারণ আমার জন্য কম পরবে।

 মায়ের জন্মদিনে সন্তানদের উপহার


শোকর আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে পুত্র কন্যার রূপে আমায় মা বাবা ছায়া দিয়েছেন। আল্লাহ ওদের নেক হায়াত দান করুক।
কুরিয়ার থেকে ফোন পেয়ে অবাক আমি বললাম, নাতো আমি আপাতত কিছু অনলাইনে অর্ডার করিনি। কোথাও ভুল হচ্ছে। সাধারণত গিফট পাবার ভাগ্য আমার কম😃 আমার বরং গিফট দেয়ার🫣। তাছাড়া জীবনের চাপে জন্মদিন কিচ্ছা ভুলে গেছিলাম।
(আজ নয় কিন্তু, আগামীকাল। বাচ্চাদের ভালোবাসা এডভান্স পেলাম)

 মায়ের জন্মদিনে সন্তানদের চিঠি

আমি ঘুনাক্ষরেও টের পাইনি ওদের এই কর্মযজ্ঞ আর চিঠি টা পড়ে মনে হল, এক জীবনে এরচেয়ে আর বেশি কী চাওয়ায় থাকতে পারে! শুধু তোমরা দু’জন আমাকে জানলেই আমার সকল পাওয়া পূর্ণ।

আয়েশা করিম মুন্নির জন্ম আগ্রাবাদ, চট্টগ্রাম। বাবা: ফজলুল করিম।মা: চশমে জাহান।স্বামী: মোঃজামশেদ আলম। কন্যা: ফাইরুজ আলম প্রাপ্তি এবং পুত্র: ফাইয়াজ আলম প্রাচুর্য কে নিয়ে তাঁর সংসার। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির করেন। পরিবার ও লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত।
দেশ,সমাজ,আর্দশ, মানবিক মূল্যবোধ প্রেম,দ্রোহ,সুখ, দুঃখ ও নিজস্ব তাগিদ থেকেই কবি ও লেখক আয়েশা মুন্নি লেখালিখি করেন ।

আয়েশা মুন্নির প্রকাশিত বই

দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে আবারও জন্মদিনের শুভেচ্ছা কলমযোদ্ধা আয়েশা মুন্নি কে ।
মোঃ আশিকুর রহমান
সম্পাদক দৈনিক আলাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here