অদৃশ্য ইতিহাস, জীবনের সুমগ্ন বিভূষণা
দৈনিক আলাপ ওয়েবডেস্ক: প্রফেসর ড. সন্দীপক মল্লিক, প্রাক্তন বিভাগীয় প্রধান(বাংলা), সেন্ট্রাল ইউনিভার্সিটি(ঢাকা), ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজ।
‘অদৃশ্য ইতিহাস’ এক সম্পন্ন কবিতাগ্রন্থ। কবি সাহানুকা হাসান শিখা মায়ের অন্তরতর সত্যমগ্নতা, বস্তুনিষ্ঠ শিল্পবোধ অনন্য, অনুপম । বিশ্বায়ত জীবনবীক্ষণের যথার্থ সন্দীপনা এ কাব্যের অঙ্গে সম্ভূষিত হয়েছে। কবি-মায়ের হৃদয়-পরিব্যাপ্ত উচ্চারণ :
‘এই পৃথিবীতে কিছু ইতিহাস আছে তা কখনও দৃশ্যমান নয়।
আর এরকম কিছু কষ্ট কিছু আঁখিবারি
কিছু কথা নিয়ে আসছে এই কাব্যগ্রন্থ
‘অদৃশ্য ইতিহাস’। এই বইয়ে প্রথম কবিতাটির একশত লাইনের, তারই নামকরণে বইয়ের নাম
‘অদৃশ্য ইতিহাস’।’’ — এ উচ্চারণ মানবিক মগ্নতার শ্রী-মণ্ডিত সুধাকেই সঞ্জীবিত করেছে ! বস্তুতঃ মাতৃজাগৃতির সত্যায়ত বিন্যাস, হৃদয়পুরের অপ্রকাশিত অভিজ্ঞান — অনুচ্চারিত, অব্যক্ত বেদনা এবং সুষমা কবিতাস্নিগ্ধ হয়েছে আমার কবি-মায়ের প্রকাশ-নৈপুণ্যে। অভূতপূর্ব সৃজন-সজ্জা !
‘অদৃশ্য ইতিহাস’-এর শব্দ-বাক্য-সমন্বিত প্রভাবক শক্তি উপমা-উৎপ্রেক্ষার স্বাচ্ছন্দ্যকে অবলীলায় আত্মঃস্থ করেছে ! সরলতা আর প্রেমময় অভীক্ষা মানবজীবনায়তনের মধ্যমাকে ধারণ করতে সক্ষম — এ সত্যেরই প্রামাণ্য কবি-মায়ের এ গ্রন্থটি।
সকল পাঠক-বোদ্ধার কাব্য-মনস্বিতাকে সন্দীপ্ত করুক — এই-ই বাসনা আমার !