কলমযোদ্ধা-সোমা মুৎসুদ্দীর আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “অনিরুদ্ধের অপেক্ষায় একটি দিন‘’

207
দৈনিক আলাপ
আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “অনিরুদ্ধের অপেক্ষায় একটি দিন ‘’

অনিরুদ্ধের অপেক্ষায় একটি দিন
সোমা মুৎসুদ্দী

অনিরুদ্ধের অপেক্ষায়,
একটি দিন সাজিয়েছিলাম, নিজের মতো করে
সে আসবে, কবিতায়, কবিতায় কাটবে একটি অলস বিকেল,
আমিও সেজেছিলাম শীতলক্ষ্যা নদীর মতো
আনন্দ আর উচ্ছ্বাসে।
কথাগুলোকে সাজিয়েছিলাম বিলেতি সৌরভে,
মনটাকে গুছিয়ে নিয়েছিলাম মসলিন শাড়ির ভাজে, ভাজে
অনিরুদ্ধ এসেছিলো, তবে আমার শহরে নয়
সে এসেছিলো,বিপ্লবের শহরে বিপ্লবী হয়ে।
আমার সাথে দেখা হয়নি বলে আমার মনেও জেগে উঠেছিলো দ্রোহ,
জানি জনগনের ভালোবাসার কাছে আমার একার ভালোবাসা কিছু নয়
বিপ্লবী অনিরুদ্ধের কাছে।
আমি নাহয় হেরেই যাবো, তবুও জিতে যাক কিছু অসহায় মানুষের মুখ
বিপ্লবী অনিরুদ্ধের হাত ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here