শেষ বিন্দুতে
মুহাম্মদ ইসমাইল
জীবনের শেষ বিন্দুতে এসে ও
জগৎটা সঠিক চেনা গেলনা,
চড়াই -উতরাই প্রতি পদে পদে
অসাড় প্রায় শরীরটা সয়েছে অসহ্য যন্ত্রণা ।
সম্মুখে সব অন্ধকার চোখে
সূর্যটাও আজ নিস্প্রভ লাগে,
অলস,নিরস মূল্য বিচারে
আমি সবার আগে-ভাগে!
অপাঙ্তেয় আজ, হেয় আমি
নিঃস্ব জীবন সব হারিয়ে,
প্রিয়জনেরা সুখে আছে বেশ
নিজ নিজ নামে সব ছিনিয়ে।
অসহায় জীবন কাটছে কাটুক
দুঃখ দেবো কারে,
এখনো তারা বড্ড অবুঝ
আসবে একদিন ফিরে।
——–
মুহাম্মদ ইসমাইল
ধুলিয়ান
মুর্শিদাবাদ
পিন৭৪২২২৪
পশ্চিমবঙ্গ
ভারত