“আমরা মুক্তিযোদ্ধার সন্তান ”জীবন ছোঁয়া সময় উপযোগী অসাধারণ কবিতা টি লিখেছেন কবি হামিদা পারভিন শম্পা ।

568
কবি হামিদা পারভিন শম্পা

আমরা মুক্তিযোদ্ধার সন্তান

                                         হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~~
তোমারা যখন ঘুমিয়ে ছিলে
তোমাদের বাবার কোলে নিশ্চিন্তে,
আমাদের বাবা যুদ্ধে ছিল তখন
জীবনের বিনিময়ে দেশ কিনতে।

কোটা বাতিলে মিছিল মিটিংয়ে
মুখরিত করছো জনপদ,
মুক্তিযোদ্ধার বলিদান ভুলে গিয়ে
ভাবছো আমাদের আপদ!

তোমরা ১৬ই ডিসেম্বর ২১ফেব্রুয়ারি
২৬ শে মার্চে উৎসব করো কত,
প্রতিদানের আশায় দেয়নি জীবন
শত্রুমুক্ত করতে হয়েছিল ব্রত।

অনাহারে অর্ধাহারে নদী, জঙ্গলে
স্বাধীনতার স্বপ্নে করেছে যুদ্ধ,
তাদের অবদান গলাটিপে মেরে
রাজপথ করছো অবরুদ্ধ!

চাকরি তো দূর মায়ের ভাষায়
কথার অধিকারও তোমাদের ছিলনা,
যাদের বলিদানে পেয়েছো স্বাধীনতা
প্রাপ্ত সম্মানটুকুও তাদের দিলেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here