আমরা মুক্তিযোদ্ধার সন্তান
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~
তোমারা যখন ঘুমিয়ে ছিলে
তোমাদের বাবার কোলে নিশ্চিন্তে,
আমাদের বাবা যুদ্ধে ছিল তখন
জীবনের বিনিময়ে দেশ কিনতে।
কোটা বাতিলে মিছিল মিটিংয়ে
মুখরিত করছো জনপদ,
মুক্তিযোদ্ধার বলিদান ভুলে গিয়ে
ভাবছো আমাদের আপদ!
তোমরা ১৬ই ডিসেম্বর ২১ফেব্রুয়ারি
২৬ শে মার্চে উৎসব করো কত,
প্রতিদানের আশায় দেয়নি জীবন
শত্রুমুক্ত করতে হয়েছিল ব্রত।
অনাহারে অর্ধাহারে নদী, জঙ্গলে
স্বাধীনতার স্বপ্নে করেছে যুদ্ধ,
তাদের অবদান গলাটিপে মেরে
রাজপথ করছো অবরুদ্ধ!
চাকরি তো দূর মায়ের ভাষায়
কথার অধিকারও তোমাদের ছিলনা,
যাদের বলিদানে পেয়েছো স্বাধীনতা
প্রাপ্ত সম্মানটুকুও তাদের দিলেনা।