আমার মুক্তি নাই,আমি শৃংখলিত চিরবন্দিনী.।তারুণ্যের কবি আয়েশা মুন্নি এর জীবন চিত্রের অসাধারন কবিতা“ধুম ঘরে অনুভূতি ”

452
আয়েশা মুন্নি এর জীবন চিত্রের অসাধারন কবিতা “ধুম ঘরে অনুভূতি ”
তারুণ্যের কবি আয়েশা মুন্নি

ধুম ঘরে অনুভূতি

                    আয়েশা মুন্নি 

ছোট্ট এক জীবন মাত্র
কেন পাইনা নিরেট আনন্দ ?
কেন অন্তর কাঁদে গোপন ব্যথায়,
মিথ্যে সুখে সুখী হতে কেউ কেন ঘর ছাড়ে?
কেন কেউ কেউ রাগ-অনুরাগ বোঝে না,
কেন মনের মাঝে অন্য মনের খেলাঘর?
কেন অভিমান বোঝে না ?
কেন পসরা সাজায় প্রতিপক্ষ ভেবে!
কেন কেউ ধুম ঘরে অনুভূতি বিলায়,
কেন রংমহলে বিভ্রমে উৎসন্ন কেউ?
কেন কারও নিষিদ্ধ ফুলে ফুলে উড়াউড়ি?

আমিও কেন উড়তে পারিনা তেমন করে?
কেন আলোহীন বাতিঘরে প্রদীপ জ্বালিয়ে বসে থাকি,
রাতবিরাতে…
কেন ইচ্ছেটাকে ধামাচাপায় করি বলিদান?
কেন নোংরামিকে পবিত্রতার চাদরে ঢাকি,
কেন অন্যায় জেনেও করছি সমঝোতা?
কেন কষ্টের আগুনে পুড়ে পুড়ে নিপুণ অভিনয়ে সুখ খুঁজে ভাল থাকি?
কেন সমাজের ভয়ে সব কটাক্ষ মেনে নেই?
কেন হাসির মুখোশে মুখ ঢাকি…
কেন-কেন-কেন?
মানুষ অমানুষ চিনতে পেরেও কেন বলতে পারি না?
কোন আড়ষ্টতায় আমার স্বাধীনতা বন্দী…
এতো সমঝোতা, এতো ত্যাগ,
এতো অপমানেও কেন সভ্যতার বুকে পা রেখে বলতে পারিনা…
আপন গৃহে আমি নির্যাতিতা,
আমার মুক্তি নাই,আমি শৃংখলিত চিরবন্দিনী…।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here