তোমায় ভালোবেসেছি
আফরোজা ঝুমুর
এক মুঠো রোদ্দুর ছুঁয়ে দেখবো বলে, আমি তোমায় ভালবেসেছি।
এক ফোঁটা বৃষ্টির স্পর্শে শীতল হবো বলে কেবল তোমায় ভালবেসেছি।
ভাদ্র মাসের এক ফালি সাদা মেঘে ছবি আঁকব বলেই, তোমায় ভালবেসেছি।
নবান্নের খেতে ফসলের ঢেউয়ে শুধু তোমার হাসিতে মেতেছি।
দারুণ শীতে শীতার্ত আমি একটু উষ্ণ অভ্যর্থনার আশায়, তোমার কাছে এসেছি।
একটি জলপদ্মের শিহরণ দেখবো বলে ,শুধু তোমায় ভালবেসেছি।
কাশফুলের সাদা সরুপথ ধরে হাঁটবো বলে, তোমার প্রতীক্ষায় থেকেছি।
একটি ঘাসের সবুজ পাতায় আল্পনা আঁকবো বলে , তোমায় ভালবেসেছি।
একটি প্রজাতির রঙিন ডানা ছুঁয়ে থাকবো বলে, তোমায় ভালবেসেছি।
উদাস দুপুরের এলোমেলো ভাবনাতে, তোমাকেই আমি ভেবেছি।
একটি নিমগ্ন সন্ধ্যার নিরবতা ভাঙাতেই, তোমায় আমি চেয়েছি।
নিস্তব্ধ রাতের নির্জনতাকে রাঙাতেই, কেবল তোমায় ভালবেসেছি।