শুভ চিন্তার শুভ ভাবনার কবি-ইসমত আরা খাতুনের ঈদ এর কবিতা“ঈদে প্রার্থনা”

287
শুভ চিন্তার শুভ ভাবনার কবি-ইসমত আরা খাতুনের ঈদ এর কবিতা“ঈদে প্রার্থনা ”

ঈদে প্রার্থনা
ইসমত আরা খাতুন

ঈদ মোবারক, ঈদ মোবারক এলে দুটি ঈদ,
খুশির বানে পরান জুড়ায় জাগে সাম্যের গীত।

বছর জুড়ে প্রতিটা দিন হয় যেন এমন,
সুখের ছোঁয়ায় ভরে যেন সবারই জীবন।

পঙ্কিলতার বিষাদগুলো হোক অপসৃত,
হৃদ আকাশের ভালোবাসায় ভরুক যে ক্ষত।

কান্না হাসির একই ভেলায় বাঁধবো সবে ঘর,
ভাবনাকো এই জীবনে কেউ কারোতো পর।

সবার তরে সবাই হবো এই করি যে পণ,
স্বার্থটাকে ভুলে গিয়ে বিলাস করি হনন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here