ওপার বাংলার সাম্য দর্শনের কবি খুকু ভূঞ্যা এর কবিতা “নীল পঞ্চমী ”

395
ওপার বাংলার সাম্য দর্শনের কবি খুকু ভূঞ্যা এর কবিতা “নীল পঞ্চমী ”

নীল পঞ্চমী

        খুকু ভূঞ্যা

মৃত্যু কথা বন্ধ হোক এবার
জেগে থাক প্রদীপ প্রিয় পুরুষের মতো নিভৃত ডাঙায়
শালুক সাজিয়ে দেব পূজার থালায়।

শুক্লপক্ষের এককুচি চাঁদ মেঘের ফাঁকে
সেদিকে তাকিয়ে খৈ ভাজছে মা, সঙ্গে আট কলাই তিল নাড়ু
নাগ পঞ্চমী তিথি, সাপের চোখে কাজল পরাবে মা
স্তনটিপ দেবে কপালে।

ভাত পুড়িয়ে খেত পুড়িয়ে যে আসছে
দেখব না তার চোখ;
প্রার্থনা গাও সুমনা
ধুনো জ্বালো, অনন্ত এক সলতে পাকাও সোহিনী
রাধা মা,খৈয়ের ধান বাছতে বাছতে
জোসনা ঢেউ এনে দাও কেলেঘাই বুকে—

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here