কবি মাহবুবা আখতারের কবিতা ” নিঃশব্দে অভিযাত্রা’”

192
মাহবুবা আখতারের কবিতা '' নিঃশব্দে অভিযাত্রা'”

নিঃশব্দে অভিযাত্রা’
মাহবুবা আখতার

গন্তব্যহীন পথিক আমি জানি না কোনো পথের দিশা,
অহর্নিশ খুঁজে ফিরি হেথা হোথা কী খুঁজি কাকে,কেনো খুঁজি?
উত্তর জানা হয়নি আমার কখনোই,
সুনিকেত আকাশ,জ্যোৎসনার আয়ুষ্কাল,জীবনের মুহুর্মুহু বন্দনা,
জ্যামিতিক সরলরেখায় মাপা হয়না নরকের পরিধি
শরীরের ভাঁজে ভাঁজে জ্যোৎস্নার লাবন্যে আঁকিবুঁকি ভালোবাসা বুনে রাখি।

পূর্ণ অমাবস্যায় গর্ভবতী চাঁদের ভ্রুণ খসে পড়ে ভৈরবী তাণ্ডবে।
অন্ধকারের গহিনে যুদ্ধ-বিধ্বস্ত জাহাজের ভাঙা মাস্তুল ভেসে
যায় নিরুদ্দেশ
হঠাৎ দূর বহুদূর হতে স্তব্ধতার সীমানা ভেঙে প্রশ্ন ভেসে আসে কে-তুমি, তুমি কে?
সময়ের পুরুষ্টু বুকে টোকা মেরে শুনি বড়ো অসময়ের মানুষ তুমি,নেহায়াতই শব্দচাষী ভীষণ একা।

আমি খরায় পোড়া দুখের দখলে শোক-বেদনায় শেকড় ছেঁড়া
অমীমাংসিত খতিয়ান।
কোনো গন্তব্য নেই,জানা হয়নি পরিপাটি জীবনের দিশা,
চাওয়া পাওয়ার বৈষয়িক হিসেবে বিচ্ছেদের অলংকারে স্বল্পায়ুর অসীম অপেক্ষা।
কতোদিন দেখা হয়নি স্বপ্ন,কথা হয়নি সুশোভন ভালোবাসার, হয়নি ভাবের দু’কূল ভাসিয়ে শান্তির ঠিকানা খুঁজে নেয়া।
আজকাল বড্ড ইচ্ছে শরৎ আকাশের শাদা-নীল মেঘের সমুদ্রে উড়ে-উড়ে হারিয়ে যেতে,

ফেরা হবে না হয়তো কখনো,তবুও তৃষ্ণা-উৎসর্গের আকুতি
উড়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
গভীর প্রণয়ে নিঃশব্দে অভিযাত্রা আমার জ্যোতির্ময় ——

তারিখঃ২১.০৯.২০২৩খ্রি.
লেখক স্বত্ব
ঠাকুরগাঁও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here