ওপার বাংলার সাম্য দর্শনের কবি কেয়া সরকার গুহ রায় এর কবিতা “বাসযোগ্য”

499
ওপার বাংলার সাম্য দর্শনের কবি কেয়া সরকার গুহ রায় এর কবিতা “বাসযোগ্য”

বাসযোগ্য

     কেয়া সরকার গুহ রায়

সভ্যতার গন্ডি পিরামিড ছুঁই ছুঁই।
ঘাসের ডগায় তবু্ও হলদেটে সংশয়।
খোলা সড়কে মৃতরা ভাতঘুম দিচ্ছে।
সভ্য চোখ জেগে অটুট নিদ্রায়।

দেহের গায়ে বাসি রুটি ভগ্নাবশেষ।
ভোরের ইমনে ভ্যান ভ্যানে মাছির কুক্কুরী ও খেউড়।
গ্রহ থেকে গ্রহে আধুনিকতার চিল চিৎকার।
গোগ্রাসী নীতির চেরাপুঞ্জি তে হেঁটে ফেরে রংচঙে সাম্যবাদ।
যুক্তফান্ডের রিলে রেস জিতে ফ্রী চালের অকশন।
ধোপদুরস্ত চাদরে আপাদমস্তক সজ্জিত সারি সারি রোগী শয্যা।
সদ্য যৌবন ছুঁতে যাওয়া প্রভাত কলি দোরে দোরে ঘুরে অকাল মৃত্যু আলিঙ্গনে।
ভাগ্য পরিহাসের নির্মম কটাক্ষ, ঠাঁই নাই, ঠাঁই নাই।
তবুও এ পৃথিবী ই তোমাদের বাসযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here