মন
শারমিন সিদ্দিকী
মন,তুই এতো কাঁদিস কেন
বারে, তুই বুঝি জানিস না?
আমার কাছে এতো ব্যাথা —-
সইতে যে আর পারি না।
মন,তুই এবার প্রাণ খুলে হাস
দেখবি সব ব্যাথা চলে গেছে,
হ্যাঁ, কিন্তু কিভাবে হাসবো
হাসিতো আমায় ভুলে গেছে।
মন, তবে এবার গান ধর
তাল,সুর,লয়ে যাবে সব মিশে,
কি যে বলিস, আমি গাবো গান?
তবেই হলো — শেষ
হবে গানের রেশ।
মন, তুই এখন এক কাজ কর
প্রিয় মুখের ছবিতে রঙ কর,
দেখবি, সব ব্যথা হয়ে যাবে
এক নিমিষেই শুভংকর।
সত্যিই বলছিস তুই?
তবে দেনা এনে রঙ
আমি তাকে সাজাই আবার-
কিন্তু নিয়তি যে করে ঢঙ ।
মন,এবার তুই একটু শক্ত হ
তুই ব্যাথাকেই যাবি ভালোবেসে,
নিত্য দিনের কাজের মাঝে
দেখবি,হাসি আবার আসবে হেসে।