ফিরে এসো
নিশাত ফাতেমা
………..
স্বর্গের সুখ পেয়েছি তুমার আগমনে,
মন জুড়ে বাগানের সবফুটে উঠল।
কল্পনার রাজ্যে থেকে বাস্তবে তুমি
আলোকিত করেছ ঘর।
বিদায় বেলা কিছু নিয়ে গেলে না
রেখে গেলে স্মৃতি …..
চলে যাচ্ছো চেয়ে আছি আপলক দৃষ্টিতে;
একটুও পেছনে থাকাও নি!
তবুও চেয়ে আছি যতদূর যায় চোখ!
মনচায় এখনই ছুটে যাই সব বান ছেড়ে!
কে যেন বাধা দেয়…!
জানি চার দেয়ালের বন্দী,
তবুও তোমার সাথে হলো সন্ধি!
তুমি কি অনুভব কর এখন কি করছি?
চোখের জলে ভাসছি খুঁজছি
হৃদয়ের হাহাকার যন্ত্রণায়!
এসো!
একটু সোহাগ নিয়ে!
আমার হৃদয়ের হৃদপিন্ড কোথায়?
সেটা তুমিই জ্ঞাত,
এসো কোমল হৃদয় গহীনে;
ভালোবাসার টানে সবই সম্ভব
ফিরে এসো মমতার স্পর্শে ,
লুকিয়ে রাখবো কালো কাজলে।
মায়াবী মুখখানি ডেকে রাখবো
আমার আঁচলে….
চঞ্চল চোখে চুমু খাবো অন্ধকারে!
বিড়ালের মতো চক চক করবে
তোমার চোখ তার পর……