মোর চাঁদ
কলমে-সপ্তশ্রী কর্মকার
কালবৈশাখীর ঝড়ে যখন আবেগী কালো আকাশ,
জৈষ্ঠের রুক্ষ বেদনার আবেশে হাহাকার বাতাস।
তাই ছায়াপথের আসমানে কোন তারকা চাই না,
চাই আমার মতো বৈগুণ্য ভরা একটা চাঁদ ।
যার দিকচক্রের আবেকরাশির কলঙ্ক সব,
নিজের গায়ের চাদর করে নেব জড়িয়ে।
আষাঢ়ী পূর্ণিমার মুক্তো মাখা ফানুসে ভেসে,
প্রেয়সীর বেশে ক্ষেম মিলনের ক্ষনে দেবো নিমন্ত্রণ।
উৎকণ্ঠ মনের পার্থিব জগতের কামনার চাওয়ায়,
অনুরণনের রেশ টুকু রয়ে যাবে পালঙ্কের ধারে।
আমৃত্যু থাকতে চাই তব জন্ম কুন্ডুলীর সপ্তম ঘরে,
বন্ধুত্ব বনানোতে যেন না হারাই জোৎস্নার স্নিগ্ধতায়!
সাক্ষাৎকার সাক্ষী থাকুক মনের গুপ্ত কোঠরে..
আর সহচরীর লহমায় হাতে হাত রেখে রাতজাগা।