সীমিত পরিসর
–মেঘলা জান্নাত
দীর্ঘ অপেক্ষারা সীমিত পরিসরে
তন্দ্রাচ্ছন্ন ভোরের গল্প শুনাতে ব্যস্ত
স্পন্দন তখনো অস্থির হৃৎপিণ্ডের
ব্যাকুলতার খবর নেয়নি, নিতে পারেনি
তবুও সব দোষ খুঁজে ঐ মানুসিকতায়
দাবিনামায় কেবল দূরত্বের দোহাই!
সমস্ত সস্তা সম্ভাবনা স্বস্তির সাক্ষিতে সাব্যস্ত
প্রলম্বিত অন্ধকার জেনেও
আশ্বস্ত করা খুব কঠিন যদিও চঞ্চল মনকে
তবুও ক্লান্তিহীনভাবে বুঝিয়ে চলছি
ভালোবাসাকে যতোটা পারা যায় অবরুদ্ধ করে
চেষ্টায় রাখি, ধ্যান ও জ্ঞানের সবটুকুই
শুধু সীমাবদ্ধ অদেখা বিশ্বাসের মগ্নতায়!