শূণ্যে শূণ্যে মহাশূণ্য
————————– — এন এম রফিকুল ইসলাম
চাঁদের আলো লাগে ভালো মন ছুঁতে চায় বারে বারে,
তৃষ্ণা কাতর চাতক আমি পেয়েও যেন পাইনা তারে।
রজনীর মাতাল হাওয়ায় সুবাস ছড়ায় গোলাপ দলে,
হাস্নাহেনা ফুলের ঝোপে মিটমিটিয়ে জোঁনাক জ্বলে।
তারাদের জলসা ঘরে জোছনা ঝরায় চাঁদের আলো,
দু’চোখের নিদ্রা হারায় কোন যাতনার আঁধার কালো।
চকোরী ও চাঁদকে হেরি চকোরকে সে চায় কাছে চায়,
কামিনীর গন্ধ শুঁকে ও বুকে কামনার বান ডেকে যায়।
এলাম কেবল বিলিয়ে দিতে কান্না চেপে এই বুকেতে,
দু’হাত ভরে নিলে তুমি হাসলাম আমি সেই সুখেতে।
হৃদয়ের সবটা দিয়েই আমি তোমায় বাসলাম ভালো,
কোন সে সুখে ভাঙা বুকে তীব্র জ্বালার দহন জ্বালো।
আশার প্রদীপ নিভেই গেছে জীবন খাতা শূণ্যে ভরা,
চাওয়া-পাওয়ার হিসেব কষে এখন আমি জ্যান্ত মরা।