বাংলা সাহিত্যের সারথি-গোলাম কবিরের কবিতা ” অপ্রেমের আর্তনাদ “

232
doinik alap
বাংলা সাহিত্যের সারথি-গোলাম কবিরের কবিতা " অপ্রেমের আর্তনাদ "

” অপ্রেমের আর্তনাদ “
।। গোলাম কবির ।।

বুকের জমিনে বুনেছো
ভালবাসার সবুজ ফসল,
অকষ্মাৎ ঝড়ে সেগুলো
তছনছ হলো বলে
চোখ থেকে খসে পড়ছে
বিন্দু বিন্দু শিশির!
হে হৃদয়, তুমি এখনো পাহাড়ের মতো
নিশ্চুপ, নিশ্চল হয়ে বসে আছো কেনো?
তারচেয়ে কোনো নদীর কাছে যাও,
তোমাকে ও শিখিয়ে দেবে
মানুষের শত অত্যাচারেও
ভেঙে না পড়ার কলাকৌশল,
নিজেও ভাঙবে ছলাৎছল ঢেউয়ে
এবং আশেপাশের জমিগুলোও সব গিলবে।
তোমার অপ্রেমের আর্তনাদ শুনে
যদি কেউ না আসে কাছে,
তবে তুমি হয়ে যাও চুপচাপ
কোনো ফারাও সাম্রাজ্যের অনাবিষ্কৃত
সম্রাটের মমির মতো ইতিহাসের পাতা
থেকে ভুলে মুছে যাওয়া একটি অধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here