কবি –শেখ শফিকুল ইসলাম এর লেখা কবিতা “বিচারহীনতা ”।

531
কবি --শেখ শফিকুল ইসলাম

বিচারহীনতা

             –শেখ শফিকুল ইসলাম

প্রকাশ্য দিবালোকে আজ কুপিয়ে মানুষ খুন করে,
এতবড় দুঃসাহস কোথায় পায় তারা?
বিশ্বজিৎ সাগর রুনি তনুদের বিচারহীনতা,
নাকি মনুষত্ব মূল্যবোধের চরম অবক্ষয়!
নাবালক শিশু থেকে যুবতী বৃদ্ধা
কেউই ছাড় পাচ্ছে না ধর্ষকের হাত থেকে।
এসব কুলাংগারের হাত কত লম্বা?
তার শেষ দেখেনা কেন কেউ!
সন্ত্রাসী গডফাদারেরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে,
যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে লালন পালন করে।
কী হবে দু’চারজন পাপিষ্ঠকে ক্রসফ্রায়ারে দিয়ে,
বিচারের রায়ে ফাঁসিকাষ্ঠে না ঝুলিয়ে!
রিফাতই কলুষিত এ সমাজের শেষ বলি হোক,
আর কোন মা বাবাকে যেন তাদের বুকের মানিককে হারিয়ে ‘এতিম’ হতে না হয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here