“পাখিরে তুই ”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি হাসিনা ইসলাম সীমা ।

507
লেখনির আলোয় আলোকিত করেছেন কবি হাসিনা ইসলাম সীমা

পাখিরে তুই

                      ———————-
                     হাসিনা ইসলাম সীমা

চৈতি আকাশে পাখি আমার উড়ে গেল
গোমট বাতাসে বাড়ি আজ শূণ্য হলো
হ্নদয় ভেঙ্গে টুকরো হলো
আলোরা যে সুদূরে পালালো।

কষ্টেরা আজ বৃষ্টির সাজে
হ্নদয়াঙ্গনে সানাই বাজে
আশা-নিরাশায় চৌচির মৃত্তিকা
নিভৃতে কাঁদে শুষ্ক বালুকা
সে যে ছিল শুধুই আমার
তার বিহনে সবই অপার।

আমার মাঝে আমি হীন
সবই তারে করেছি বিলীন
ফাঁকি দিয়ে উড়ে গেল
ভালোবাসা মেঘ হলো।
কত কথা কত যে ব্যথা বুকের গহীনে
পিন্জিরায় জাগরণী হিমেল হাওয়ার তোরণে।

পাখিরে তুই কবে আসবি
আগের মতন আমারি হবি !
জীবনভর বসে রবো
আমি শুধু তোরই হবো
সুখে দু:খের ভাগ দিবো
মরন বিষে তোর বুকেতে ঘুমিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here