কবি শামীমা সুলতানা এর এক জীবন বোধের কবিতা “আত্মশুদ্ধি ”

1011
কবি শামীমা সুলতানা

আত্মশুদ্ধি

               শামীমা সুলতানা।

অসহিষ্ণু যন্ত্রণার তীর্যক ধনুতে আক্রান্ত
অমাবস্যার বিনিদ্র যামিনী,
সময়টা আজ বড্ড অসহায় তিক্ততায়
যেনো থমকে আছে ধরণী।

চলমান যাত্রা, শূণ্যতা নিয়ে পরে থাকা-
ঝরা পাতার ন্যায় অর্থহীন
আলো-আঁধার, সুখ-দুঃখের পরিক্রমায়,
অপেক্ষায় থাকা পলকহীন।

নব অরুণোদয় নব সংকল্পে সংশোধিত,
ত্রুটিমুক্ত জীবন পরিকল্পনায়
যেখানে অতীত ভুল ও কষ্টরা পরাস্ত হয়ে
স্থায়ীভাবে নির্বাসিত হয়।

নবজাতকের আদলে নিজেকে নিষ্পাপ,
নিস্কলংকতায় গড়বো এখন
সৎ আদর্শে ও ন্যায়-নিষ্ঠার প্রতিষ্ঠায়,
অলংকৃত হবে ভবিষ্যৎ জীবন।

এসো তবে ভাই আমরা সবাই
সততার আচ্ছাদনে সাজাই জীবন,
আছে যতো সুখ, থাকবেনা অসুখ
শান্তিময় হোক সকলের মণ।
——————

1 COMMENT

  1. আত্মশুদ্ধি
    শামীমা সুলতানা।
    প্রতিকূল প্রতিক্রিয়ার চিন্তন । সুন্দর জীবনবধের রসায়ন। সংকল্পের মেদুর মনে রেখাপাত । অসম্ভব সুন্দর। ভালো লাগল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here