তোমাকেই চাই——?
হাজেরা বেগম————☘️
~~~~~~~~~~~~~~
বর্ষায় নয় শীতে নয়
বসন্তে তোমাকে চাই
ভোরে নয় দুপুরে নয়
রাতে তোমাকেই চাই———
সরবে নয় নীরবে নয়
কলোরবে তোমাকে চাই
বিকেলে নয় সন্ধ্যায় নয়
গোধূলীতে তোমাকেই চাই———
আড়ালে নয় আঁধারে নয়
জোছনায় তোমাকে চাই
প্রতিক্ষণে নয় জীবনে নয়
মরণের পরেও তোমাকেই চাই—-❤️
(… .. স্বপ্ন বিলাস)
Copyrights @ H Begum