কাবিন নামা
নীলিমা শামীম
বিবাহ হলো সুন্দর সাক্ষ্যের মাঝে দুজন দুজনার কাছে পরিচয় পর্ব
সম্পর্ক হলো আজীবনের বিশ্বাসের এক নিরুপণ পথ চলার প্রতিজ্ঞা
স্বামী -স্ত্রী সম্পর্ক হলো বিধাতার দেওয়া পবিত্র প্রেমের অটুট বন্ধন
ভিন ভিন্ন পরিবারের একত্রিত হবার এক অনাবিল মিলন মেলা সাক্ষর!
দুই থেকে প্রজন্মের এক এক ধাপ উপরে উঠার৷ উন্নত শোভাযাত্রা স্বরুপ
আর ভালোবাসা হলো তোমার কাছে আমার শপথ নামার অঙ্গিকার
পুরোনো সম্পর্ককে ছিন্ন করে নবজীবনকে আলিঙ্গন করার প্রতিকার
জন্ম- সাক্ষর এই নিরুপন মিলনের মর্যাদায় আবৃষ্ট আবিস্কৃত আবিস্কার!
মিষ্টি সম্পর্কের মধুময় বাধনের বন্ধনে দাঁড়িয়ে শপথ বিধাতার পূর্ণময়
গড়ে উঠা আগামীর পথচলা আর রচিত গন্তব্যের সুগম অভয়ব পূর্ণতা
ছিন্ন করা এক আগুনের স্পর্শে লেখা বসন্তের ছোঁয়া, নিবন্ধন কাবিন
দুজন দুজনাকে অনুভুতির চাহাতে ছোঁয়ানো নিস্পাপ বিবাহ বন্ধন।