কলমযোদ্ধা-হোসনেয়ারা বেগমের বাকরুদ্ধ হৃদয়ের আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “শেষের চিঠি ‘’

322
DOINIK ALAP
হোসনেয়ারা বেগমের বাকরুদ্ধ হৃদয়ের আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “শেষের চিঠি ‘’

শেষের চিঠি

—-হোসনেয়ারা বেগম।

অনুপম
মনে আছে তোমার শেষের সে দিনগুলি
সাদামাটা সেই তুমি
ধীরে ধীরে নিজেকে কেমন গুটিয়ে নিলে
আর কেমন করে একটু একটু করে পাল্টে গেলে!
জীবন যখন চলছিল জীবনের নিয়মে
ভালোবাসা সেও যেন ভাললাগছিলনা তোমার অভিলাষের আয়োজনে।
জীবন তখন তোমার কাছে উড্ডয়মান এক ইপ্সিত বিমান
অতিশয় দ্রুততায় ছুঁয়ে যাবে বলে স্বপ্নের আকাশ
ককপিটে বসে ধরেছ স্টিক
স্বপ্নের ডানায় ‘ফ্লুইড’ পেয়েই ‘লিফটিং’ এ
অগ্রগামী তুমি এক সুচতুর বৈমানিক।
কী অবাক ক্ষিপ্রতায় ছুঁয়ে যায় চোখ তোমার
ট্যাকোমিটার কখনও এনোমিটার ক্রোনোমিটার—
সময়ের হাতে তুমি নও
সময় তখন তোমার হাতের মুঠোয়।
দ্রাঘিমা হতে দ্রাঘিমান্তর ঘুরে ঘুরে নিরন্তর
সহস্র নটিক্যাল মাইল পার হয়ে
শূন্য হতে মহাশূন্যে, দূর হতে বহুদূরে মায়াহীন মরুময় তোমার সে শহর।
প্রিয়তমেষু
মনে কি পড়ে তোমার কী ছিল আর কী ছিলনা এই মাটির মায়ায়!
ফুল পাখি প্রজাপতি আর সবুজ ছায়ায়?
কী ছিলনা বলো প্রিয়তমার ভালোবাসায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here