“বিবাগী রাধাচোখ”
রীতা ধর
নবনীতা, চলেছো কি মেঘের দেশে
ছুঁয়েছো নীল আকাশ?
-মেঘের চোখে অঝোর শ্রাবণ
শুধু ই হা হুতাশ।
ছুটেছো কি নদীর মতো
মিলবে মোহনায়?
-বিবাগী সাঁঝে গেরুয়া জোছনা
নদী যে পথ হারায়।
শুনেছো কি পাহাড় চিরে
ঝর্ণার কলতান?
-সবুজ বনের মায়ামৃগ হায়
অনলে হারালো প্রাণ।
নবনীতা, মনে কি পরে তোমার
শাপলা দীঘির ঘাট?
-ঘাটের মাঝি ঠিকানা বিহীন
চুকিয়ে দিনের পাট।
আকাশের ঐ ধ্রুবতারায়
খুঁজেছো কি রাধাচোখ?
-সর্বনাশের দু’চোখ জানে
কোন জোছনায় কতোটা সুখ।
এক জনমের সমর্পণে
লভিছো কি সপ্ত বৃন্দাবন?
-একাকীত্বের মগ্ন বেলায়
পরবাসেই হোক মরণ।
শারদপ্রাতে শিশির ছুঁয়ে
কাশে দিয়েছো দোল?
-চরাচরে উঠলো বেজে
আমার বিসর্জনের ঢোল।