ভারত থেকে কলমযোদ্ধা-বিশ্বজিৎ করের অনন্য সৃষ্টি কবিতা “চেনা মুখের কবিতা!”

319
বিশ্বজিৎ করের অনন্য সৃষ্টি কবিতা “চেনা মুখের কবিতা!”

চেনা মুখের কবিতা!
বিশ্বজিৎ কর।


কবিতার আয়নায় চেনামুখের ভিড়
মৌনমিছিলের মতো নির্বাক
তবুও শ্লোগান অনুভূত হয়
“পথে এবার নামো সাথী”!
কবিতার আয়নায় চেনামুখের ভিড়
অপ্রাপ্তির চাপা ক্ষোভের আগুন
তবুও প্রতিবাদ প্রতিধ্বনিত হয়
“আমরা অপমান সইব না”
কবিতার আয়নায় চেনামুখের ভিড়
আপোষহীনতায় দৃপ্ত, সাবলীল
তবুও স্বস্তির নিঃশ্বাস অনুভূত হয়
“ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়..!”
কবিতার আয়নায় চেনামুখের ভিড়
মৌলবাদের ষড়যন্ত্রে অবিচল
স্পন্দিত দিকে দিকে স্বদেশবন্দনা
“ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা…!”


গড়িয়া, কলকাতা, পশ্চিমবঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here