ভারত থেকে কলমযোদ্ধা-শর্মিষ্ঠা ভট্টাচার্যির অনন্য সৃষ্টি কবিতা “নয়ছয় নয়’’

284
শর্মিষ্ঠা ভট্টাচার্যির অনন্য সৃষ্টি কবিতা “নয়ছয় নয়’’

নয়ছয় নয়
শর্মিষ্ঠা ভট্টাচার্যি

সব আঁকাতেই চিত্রকর নিজস্বতা রাখে,
কবিতায় ও কবি, জীবন কথাই লেখেন,
তবু ও সব কথা,সব আঁকা সবার জন্য নয়,
তাই বলে কি তুমি সব কিছু করবে নয় ছয়?

জীবন জুড়ে এখন শুধুই অদৃশ্য এক নিস্পৃহতা,
ভালো লাগা আর না লাগার ফারাক স্বল্পতা।
তবু ও তো নদী জীবন শুষ্ক না,নাব্য হয়,
অস্হিরতা মানেই তো আর নয়ছয় নয়?

বিষাক্ত বিষে জর্জরিত সমাজ
ঈর্ষার কালো ধোঁয়া করছে যে রাজ!
তারি মাঝে ও বুদ্ধবাণী আলো ছড়ায়,
প্রতিবাদী মন ও শান্তি খোঁজে, ধ্বংস নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here