লন্ডন, যুক্তরাজ্য থেকে কবি ফাহমিদা ইয়াসমিন এর জীবন চিত্রের অসাধারন কবিতা “হৃদয়ের আঙ্গিনায়”

560
লন্ডন, যুক্তরাজ্য থেকে কবি ফাহমিদা ইয়াসমিন

হৃদয়ের আঙ্গিনায়

                             ফাহমিদা ইয়াসমিন

তোমায় নিয়ে স্বপ্ন দেখি শতো কষ্টের মাঝে
তোমায় ভেবে তারার মালা গেধে রাখি কল্পনারই দেশে
তবুও তুমি আড়াল হয়ে মুচকি হাসি হাসো
অথচ, তোমায় ভালোবাসি বলে ফিরে আসি বারবার।

কেনো দাও ফিরিয়ে এমন করে আমার অবুঝ মনটারে?
বুঝ না কেনো মাছরাঙা ধ্যানে থাকি তোমার পথ চেয়ে
কেন দাও ফিরিয়ে এমন করে একটুও না ভেবে।

কেন বুঝ না আমায় বলো, চিনতেও চাও না?
একাকীত্ব হৃদয়ের করুন আর্তনাদ তোমার হৃদয়কে
বলো এতো টুকু নাড়া দেয় না ?

আমি যুগ মহাযুগ ধরে তোমারই প্রতীক্ষায় পথ চেয়ে রবো ।
মন চাইলে ফিরে এসো আমার
হৃদয় আঙ্গিনায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here