কবি মোঃ হাবিবুর রহমান এর কবিতা “উড়ু-উড়ু মন”

651
কবি মোঃ হাবিবুর রহমান এর কবিতা “উড়ু-উড়ু মন”
কবি মোঃ হাবিবুর রহমান

উড়ু-উড়ু মন

মোঃ হাবিবুর রহমান

উড়ু-উড়ু মনটা আমার
মানে না তো মানা
ছলচাতুরি করবে সে যে
ছিল না তো জানা।

মনের সাথে যুদ্ধ করে
যাচ্ছি আমি হেরে
বললে তারে বেশি কিছু
শুধুই আসে তেড়ে ।

উথালপাথাল মনটা নিয়ে
এখন কী যে করি
কোনো ভাবেই যায় না বাঁধা
তারে ভীষণ ডরি।

মনের মাঝে বৃষ্টি ঝরুক
প্লাবন বয়ে যাক না
মনটা আমার বন্দী হয়ে
মনের কোঠায় থাক না।

মন যমুনায় অবগাহন
কী যে ভালো লাগে
তার-ই মাঝে নিত্যদিনই
নতুন স্বপ্ন জাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here