শেখ মুজিবের নাম
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
কবিতার কলম চলবে শোন
চলবে বিরতিহীন,
তারপরও শোধ হবে নারে জানো
শেখ মুজিবের ঋণ।
সবুজে মুজিব শ্যামলে মুজিব
মুজিব বিশ্বের নেতা,
বাড়িতে মুজিব ঘরেতে মুজিব
বাঙালী জাতীর পিতা।
বিজয় আল্পনা আঁকা হয়ে গেল
শেখ মুজিবের নামে,
সেই নাম ভরা মানুষের হৃদে
মুছবে না কোন কালে।
মুক্তির স্বাদ স্বাধীনতাতে
গাই স্বাধীনের গান,
বাংলার বিজয় এনে দিল শেখ
মুজিবুর রহমান।
রক্ত খেকোরা তাঁরে হত্যা করেই
হেসেছিল অট্টহাসি,
খোদার ইশারায় সেই পাপেই
তাদের হলোরে ফাঁসি।
জাগোরে যুবক জাগোরে তরুন
এখনই এই সময়,
হুশিয়ার থাকো চারদিকে তুমি
কর না কোন ভয়।