ওপার বাংলার কবি মুনমুন দেব এর কলমে আজকের কবিতা “মানচিত্র ”

534
ওপার বাংলার কবি মুনমুন দেব এর কলমে আজকের কবিতা “মানচিত্র ”
ওপার বাংলার কবি মুনমুন দেব

~মানচিত্র ~

          মুনমুন দেব ।

কাজের হিসেব চুকে গেলে
বেহিসেবি খিদে লাগে আমার
খিদের রুটি গোল হয় না আর
গোল চোখে শাসায় অবৈধ এক আগুন

গরম তাওয়ায় ফুলে ফুলে ওঠে
গর্ভবতী মায়ের একেকটা স্বপ্ন

ততক্ষণে পরিচিত মানচিত্র নিয়ে
আধঘুমে নেমে আসে থালায়।
গভীর ঘুমেও আমি শুনতে থাকি
ভাত বাড়ার আওয়াজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here