“ছোট্ট জানালা ”অণুগল্প টি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা

408
আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা ।লিখেছেন অণুগল্প “ছোট্ট জানালা ”

 ছোট্ট জানালা

              সাহানুকা হাসান শিখা

প্রতিদিনের মত আজও জানালার পর্দার ফাঁক
দিয়ে দেখছে ছোট্ট মেয়ে আনিসা, তার মামনি কি
এসেছিলো? কিন্তু একি দরজার সামনে তো কোন
খাবারের পেকেট নেই, গ্রসারীর কোন বেগ নেই,
কি হলো আজ মামনির!!
হাসপাতালের কাজের চাপে কি মা আমাদের কথা
ভুলে গেলো?
হতাশ হয়ে ঘরে ফিরে গেলো নানুর কাছে, নানু
ফোন হাতে নিয়ে কান্না করছে,আনিসা অবুঝ হলেও
একটু আঁচ করতে পারলো মামনির কিছু হয়েছে।
চারিদিকে মহামারী,তার মাঝে লতার হাসপাতালের
ডিউটি,মা ও তার মেয়েকে সুস্থ রাখার জন্য লতা
বাসায় আসতো না, আজ ভোরের ফোন কল এটাই
জানালো, লতা আর কোনদিন কারো যত্ন নিতে
পারবে না,করোনা ভাইরাস তাকে সবার কাছ থেকে
কেড়ে নিয়েছ।
একমাত্র মেয়ের মৃত্যু সংবাদ সইতে না পেরে লতার মা, সাথে সাথে স্টোক করলেন,
ছোট্ট জানালা দিয়ে ছোট্ট মেয়ে আনিসা তাঁকিয়ে রইলো সাধা ধবধবে কাপড় পরা লোকগুলো
এম্বুলেন্সে করে তার নানুকে নিয়ে গেলো।

বি দ্র- এভাবেই হাজার হাজার আনিসা আজ অসহায়। কে তাদের অভিবাবক?
কার কাছে পাবে তারা আশ্রয়? আল্লাহ তুমি তাদের হেফাজত করো।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here