সমকালীন আধুনিক কবি -নীলা আলম এর কবিতা “মুঠো বন্দী স্বপ্ন ”

430
সমকালীন আধুনিক কবি -নীলা আলম এর কবিতা “মুঠো বন্দী স্বপ্ন ”

মুঠো বন্দী স্বপ্ন

       নীলা আলম

ভীড়ের মাঝে উন্মাদ প্রশ্নে টলে যখন ভাঙা চোখের স্বপ্ন গুলো অভিশাপ হয়,
নিভৃতে কেঁদে বালিসে মুখ ঘুচে চাতক তৃষ্ণার শ্বাস ছুঁয়ে যখন নিজেকে খোঁজা!
তখন কে ভাবে?
আমি হয়তো মানুষ নই,
মানুষ গুলো অন্য রকম!

সদ্য ছেড়ে যাওয়া হিম-পাত্রে একফোঁটা শিশির,
শহরের অচেনা গলিপথে ধুলোয় মাখা ভ্রাম্যমাণ পথিক-
ব্যস্থ শহর!
টুপ টাপ ঝরছে দীর্ঘ বাক্যের মত নির্ঝর বর্ষণ।

অবজ্ঞার মৃদুগতিচরণে আমার মুঠো বন্দী স্বপ্ন,
জাপটে ধরে সোডিয়ামের হলুদরঙা আগুন।
আবার মিছে বন্দনায় বসি!
বলি আবার ক্ষমা কর প্রভু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here